বৈশাখের সাজ পোশাক

Boishakh

ঈদের আমেজের সাথে এবার আসছে বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই ঈদের পাশাপাশি বৈশাখের সাজপোশাক নিয়েও থাকছে নানা রকম পরিকল্পনা। তাই জেনে নেয়া যাক কেমন হতে পারে আপনার বৈশাখী সাজ।

দিনের সাজ:

বৈশাখী সকাল শুরু করা যেতে পারে কিছুটা স্নিগ্ধ রং দিয়ে। বৈশাখ মানে লাল, সাদা পরতে হবে এই নিয়মের মধ্যে এখন আর কেউ নিজেকে বেঁধে রাখেনি। তাই বৈশাখের সকালে হালকা আকাশী কিংবা হালকা নীল রঙের কোন পোশাক পরা যেতে পারে৷ এ সময়টা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত সুতির কাপড়ের উপরে। কারণ এখন দিনের বেলা রোদের তীব্রতা টের পাওয়া যায়, তাই সাজের পাশাপাশি আরামকেও প্রাধান্য দিতে হবে৷ বৈশাখীর সাজ মানেই অনেকের কাছে শুধুই শাড়ি তাই বেছে নেয়া যেতে পারে সুতির ব্লকের কাজ করা শাড়ি৷ পরা যেতে পারে গামছা প্রিন্টের শাড়ি যাতে অনেক ধরণের রংয়ের থাকবে অনেক রংয়ের মিশ্রণ। শাড়ি পরতে না চাইলে দিনের বেলা পরা যেতে পারে সুতির কুর্তি। সাথে পরে নিন কাঠের গয়না আর হাতে কাচের চুড়ি৷ কারণ চুড়ি ও টিপ ছাড়া বাঙালি নারীর সাজ পরিপূর্ণতা পায় না। বসন্তকে ঘিরে ফ্যাশন হাউজ গুলো ঐতিহ্য স্পর্শ রেখে ডিজাইন করছে টি-শার্ট ফতুয়া ও স্কার্ট৷ তাই বৈশাখে ব্যতিক্রমী সাজ দিতে হলে স্কার্ট কিংবা টি-শার্ট ও বেছে নেয়া যেতে পারে। দিনের সাজের ক্ষেত্রে হালকা মেকাআপ করা উচিত, কারণ দিনে তাপমাত্রা বেশি থাকার কারণে ভারী মেকাআপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকতে পারে৷ দিনে লিপস্টিক রাখা উচিত হালকা, বেইজ মেকাআপও রাখা উচিত প্রাকৃতিক ছোঁয়া৷ চোখের সাজে হালকা বাদামি কিংবা সোনালি রংয়ের শ্যাডো বেছে নেয়া উচিত, যা সবধরণের পোশাকের সাথেই মানিয়ে যায়৷ দিনের বেলা খোঁপা করে চুলে পছন্দের ফুল পরে নেয়া যেতে পারে৷ এতে ফুটে উঠবে বাঙালিয়ানা ও গরমের মধ্যে আলাদা করে চুল সামলানোর ঝামেলার মধ্যে পরতে হবে না৷

রাতের সাজ:

রাতে ইচ্ছে করলে নিজেকে জাঁকজমকভাবে সাজানো যেতে পারে৷ রাতে জামদানী কিংবা নকশি কাঁথাস্টিচের শাড়ি বেছে নেয়া যেতে পারে৷ মেকাআপের ক্ষেত্রেও ভারী বেইজ কিংবা লাল লিপস্টিক দেয়া যেতে পারে। রাতে চোখের সাজে স্মোকি বা গ্লিটারি করা যেতে পারে। তবে চোখের সাজ ভারী হলে লিপস্টিক হালকা রাখা উচিত। রাতে বেইজ মেকাআপে ব্যবহার করা যেতে পারে হাইলাইটার। চুল খোলা রাখা যেতে পারে কিংবা লম্বা চুল হলে করে নিতে পারেন ঢিলেঢালা একটি বেণি৷ বেণি জুড়ে দিয়ে দিতে পারেন রজনীগন্ধা ফুল৷

ছেলেদের বৈশাখ:

দিন হোক কিংবা রাত বৈশাখে ছেলেদের প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি৷ তবে কাপড় হিসেবে সুতিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া উচিত। ছেলেদের পছন্দের তালিকায় থাকে একরঙা পাঞ্জাবি। এছাড়া ব্লকপ্রিন্ট, টাইডাই, অ্যাম্ব্রয়ডারির করা বিভিন্ন পাঞ্জাবির বাহারও দেখা যায়। দিনে ও রাতের সাজে ভিন্নতা আনতে সকালে পাঞ্জাবি পরলেও অনেকেই রাতে টি-শার্ট পরে থাকেন। টি-শার্টের মধ্যে বৈচিত্রতা আনতে বিভিন্ন ধরণের নকশা করা হচ্ছে ও টি- শার্টে উপর লেখা ও আঁকা দিয়ে ভিন্নতা নিয়ে আসা হচ্ছে৷ অনেকে বেছে নিচ্ছে ফতুয়া৷ সুতির হাফ হাতা কিংবা ফুলহাতা ব্লক প্রিন্টের ফতুয়াও হতে পারে বৈশাখের মানানসই পোশাক।

Leave a Reply