শীতেও ব্যবহার করতে হবে সানস্ক্রিন

সানস্ক্রিনের প্রয়োজনীতা নিয়ে তো এখন সবারই কমবেশি ধারণা রয়েছে। অন্য সব স্কিনকেয়ারের থেকেও গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে
সানস্ক্রিন। গরমে রোদে বের হবার আগে সানস্ক্রিন ব্যবহার করা নতুন কিছু না। কিন্তু অনেকের মধ্যে একটা ভুল ধারণার রয়েছে যে শীতের সময় রোদ কম থাকে তাই সানস্ক্রিন ব্যবহার করা উচিত না। এই ধারণার ফলে অনেকেই শীতের সময় স্কিনের ক্ষতি করে ফেলে। আমরা সবাই জানি শীতের সময় স্কিন চায় বাড়তি যত্ন। তাই অন্যান্য যত্নের পাশাপাশি শীতে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করার কথা ভুলে গেলে চলবে না৷

-70%

Lotion & Cream

Green Tea Body Lotion

Original price was: 1,890৳.Current price is: 567৳.

এটা সত্যি যে শীতে রোদ কিছুটা কম থাকে কিন্তু কিন্তু সূর্যের ক্ষতিকর রশ্মি তখনো উপস্থিত থাকে। সানস্ক্রিন আমাদের ত্বককে ইউভি এক্সপোজার থেকে রক্ষা করে। সূযের ক্ষতিকারক রশ্মি ক্যানসারের কারণ তাই সানস্ক্রিন ব্যবহারের ফলে স্কিনকে ক্যানসারের ঝুকি থেকে কিছুটা হলেও রক্ষা করা যায়। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের স্কিনে অকালেই বলিরেখা
তৈরি করে৷ আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে স্কিনকে বাঁচাতে অবশ্যই
সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এছাড়া সানস্ক্রিন স্কিনকে রোদ থেকে সুরক্ষা দেয়ার পাশাপাশি স্কিনের কালচে দাগ দূর করতে সাহায্য করে। সানবার্ন ফলে স্কিনে লাল লাল র‍্যাশ হয়ে যাওয়া থেকে শুরু করে একণে ও একাধিক ধরণের সমস্যা দেখা দিতে পারে৷ তবে সানস্ক্রিন ব্যবহারের সময় মনে রাখতে হবে যতটুকু পরিমান ময়েশ্চারাইজার ব্যবহার করবেন তার থেকে বেশি পরিমান সানস্ক্রিন দিতে হবে এবং ফুল ফেইসে যাতে ভালো করে এপ্লাই করা হয়। শীতের সময় স্কিন ড্রাই হয়ে যায়, স্কিনের ড্রাইনেস কমাতেও সানস্কিন সাহায্য করে।

দিনের বেলা আমরা যেখানেই থাকি না কেন ও ঋতু যাইহোক না কেন সূর্যের আলো কোন না কোন ভাবে আমাদের ত্বককে স্পর্শ করে। তাই বারো মাসই আপনার স্কিন কেয়ার রুটিন এ থাকতে হবে সানস্ক্রিন।

Leave a Reply